জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ সিঙ্গাপুরে দুর্ঘটনায় মারা গেলেন

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই। সিঙ্গাপুরে এক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।সংবাদমাধ্যমের খবরে জানা যায়, জুবিন গার্গ সিঙ্গাপুরে আয়োজিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন। সেখানে স্কুবা ডাইভিং করার সময় হঠাৎ শ্বাসকষ্টে ভুগতে থাকেন তিনি। দ্রুত উদ্ধার করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলেও আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।জুবিন গার্গ আসামের সন্তান। তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে বলিউডের বিখ্যাত ‘ইয়া আলি’। সংগীত জীবনে হিন্দি, বাংলা, আসামি ও আরও বিভিন্ন ভাষায় অগণিত গান গেয়েছেন তিনি।এই প্রখ্যাত শিল্পীর মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *